ভোজপুরি সিনেমার যেন খ্যাতি দিন দিন আরো ছড়িয়ে যাচ্ছে আর যার দর এখন আকাশ ছোঁয়া। ভোজপুরি সিনেমার প্রোডাকশন খরচও কিন্তু কোনো অংশে কম নয়। ভোজপুরি মুভি ইন্ডাস্ট্রিকে ভোজিউড বলা হয়, এটি যেনো মানুষের মুখে মুখে এক নাম এখন। প্রায় 2000 কোটি রুপির এই ইন্ড্রাস্ট্রি যা এখন অতীতের চেয়ে দ্রুত এগিয়ে চলেছে রবি কিষেন এবং মনোজ তিওয়ারি, এবং তাজা স্থল ভেঙে এবং নতুন মাইলফলক তৈরি করে।
- Advertisement -
- Advertisement -
ফ্লিম ইন্ডাস্ট্রি ছোট হলেও সারা ভারতে এখন ভোজপুরি সিনেমা ও কলা-কুশলীদের কদর অনেকখানি বললে ভুল হবে না। তার মধ্যেই দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া তো ভোজপুরি স্টার। তার সব কয়টি সিনেমা বা গান ব্যাপক হিট হয়েছে। তার সাথেই আবার যদি থাকে নায়িকা মধু শর্মা (Madhu Sharma)! তাহলে তো আর কোনো কথাই নেই।