27.5 C
Bangladesh
মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য জানান। আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিলেন।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

আগামী ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ। যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

আরো পড়ুন:  চবির ইসলামের ইতিহাস বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৪৬ ব্যাচ

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে লড়বে ২৯ জন। সকালের শিফটে ভর্তি পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর (OMR) ফরম দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে বেলা ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়। এছাড়া দুপুরের শিফটে পরীক্ষার্থীরা ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭০০ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের  বিএনসিসি, রোভার স্কাউট, নিরাপত্তা দফতরের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময় প্রতিদিন চলবে ৯ জোড়া ট্রেন। পাশাপাশি আমাদের মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হলগুলোতে বিশ্রামের ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, নিরাপত্তা দফতরের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবেন।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

আরো পড়ুন:  জার্মান শিল্পীর শিল্পকর্মে রঙিন হচ্ছে চবির শাটন ট্রেন

চলবে ৯ জোড়া শাটল ট্রেন:

ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট ১১ জোড়া শাটলের আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ নয় জোড়া শাটল অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

আরো পড়ুন:  টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, আহত ১

নগরীর বটতলী থেকে সকাল ৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮ টা, পৌনে ৯টা, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৪টা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

এছাড়াও ক্যাম্পাস থেকে সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, দুপুর দেড়টা, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু, চলবে ৯ জোড়া শাটল ট্রেন

ট্রেনগুলো ঝাউতলা স্টেশন, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট এবং ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণের জন্য থামবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles