31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে ভর্তি হতে বিভিন্ন ইউনিট, উপ-ইউনিটে এবার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আবেদন কমেছে। আবেদন জমা পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ টি। যা গতবছরের তুলনায় ৪০ হাজার ১৩৮ জন কম। বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৪ হাজার ৯২৬ টি। এবার এক আসনে লড়বেন ২৯ জন শিক্ষার্থী। গত ১৫ জুন ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়। শেষ হয় ৮ জুলাই শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে।চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯
কোন ইউনিটে কতজন লড়বেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। আইটি সেল সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২ টি। আবেদন করেছে ৫৪ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এই ইউনিটে এক আসনে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটের আসন রয়েছে ১ হাজার ২২১ টি। আবেদন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে এক আসনে লড়বে ২৯ জন।  ‘সি’ ইউনিটের আসন রয়েছে ৪৪১ টি। আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে এক আসনে লড়বে ২৫ জন।  ‘ডি’ ইউনিটের আসন রয়েছে ১ হাজার ১৬০ টি। আবেদন করেছেন ৩৯ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। সম্মিলিত এই ইউনিটে এক আসনে লড়বে ৩৪ জন। এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ১২৫ টি। আবেদন করেছেন ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে এক আসনের বিপরীতে লড়বেন ‘১৩ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০ টি। আবেদন করেছে ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী। এই ইউনিটে এক আসনে লড়বেন ১৬৭ জন। চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯

আরো পড়ুন:  চবিতে ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন

পরীক্ষার তারিখ

‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে আগামী ১৬ ও ১৭ আগস্ট, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে ২০ ও ২১ আগস্ট, ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে ২২ ও ২৩ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হিবে। এছাড়া ‘বি-১’ উপ ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিট এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯
প্রবেশ পত্র  ডাউনলোড
প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগ পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।চবিতে কমেছে আবেদন,প্রতি আসনে লড়বেন ২৯

আরো পড়ুন:  চবি ছাত্রলীগের ৭ দফা দাবিতে প্রক্টরকে স্মারকলিপি

পরীক্ষার মানবণ্টন
প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জিপিএ এর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles