35 C
Bangladesh
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি হল  সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এ ঘটনায় ৪ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আমানত ও শাহ জালালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা-কাটাকাটি নিয়ে এ ঘটনার সূত্রপাত। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এর মধ্যে সিএফসির বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির নেতা সাদাফ খান বলেন, সিক্সটি নাইনের কয়েকজন এসে আমাদের ছেলেদের সাথে সাথে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে হাতাহাতিতে চলে যায়। পরে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৩ জন কর্মী আহত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles