31.2 C
Bangladesh
বুধবার, অক্টোবর ৯, ২০২৪

চবিতে ব্রাজিল সমর্থকদের স্বাগত মিছিল

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে ব্রাজিল সমর্থকদের স্বাগত মিছিল
কাতার বিশ্বকাপ নিয়ে দেশের সর্বত্র চলছে নানা আলোচনা ও আনন্দ মিছিল। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপে ব্রাজিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মিছিল করেছে ব্রাজিল সমর্থকরা। শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, বাইক শোডাউন, র‍্যালি করেছে চবির ব্রাজিল সমর্থক বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
চবিতে ব্রাজিল সমর্থকদের স্বাগত মিছিল
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে মেতে ওঠে ক্যাম্পাস। পরে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে শেষ হয়। এসময় ফটোসেশন করেন ব্রাজিল সমর্থকরা।চবিতে ব্রাজিল সমর্থকদের স্বাগত মিছিল
এর আগে ব্রাজিল সমর্থকদের নিয়ে বিভিন্ন ব্রাজিল ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এছাড়াও ক্যাপাসের হল ব্রাজিলের পতাকা আঁকেনরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সেজেছে প্রিয় পাতাকায়। দলবেঁধে স্বধর্মী জার্সি পরে অনুরাগীদের ফটোসেশন আর আড্ডা মেতে উঠছে ক্যাম্পাস। হল, শহিদ মিনার ও জিরো পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles