31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বুধবার (১০ আগস্ট) রাতে চবির অফিসিয়াল ফেসবুক পেইজে কিছু নির্দশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তা নিম্নে দেওয়া হলো: চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
১. প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) লগইন করে ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা পূর্বে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবে। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলােড করতে হবে। চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলােডকৃত দুই কপি প্রবেশপত্র, পাসপাের্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা/পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিষ্টেশন কার্ড ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
৩. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে FX-100 বা এর নিচে সাধারণ মানের (মেমরী অপশন ব্যতিত) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মােবাইল ফোন, Calculator with Memory Option, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম বা যে কোন ধরনের Device সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে B ইউনিট ও B1 উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের Calculator সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
৪. চ.বি ক্যাম্পাসে আগত সকল পরীক্ষার্থী, পরীক্ষার্থীর অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরােধ করা হলাে। চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
৫. কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনাপূর্বক আগত পরীক্ষার্থীদের সাথে একের অধিক অভিভাবক চ.বি. ক্যাম্পাসে না আসার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে। চবিতে ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে
৬. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতের ন্যায় বিধিবদ্ধ নিয়মনীতি কঠোরভাবে অনুসরণপূর্বক অত্যন্ত গােপনীয়তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়নসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে কারাে কাছে কোন অভিযােগ দৃষ্টিগােচর হলে তা ১ম ও ২য় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সময়ের ন্যূনতম ১(এক) ঘন্টা পূর্বে (যেমনঃ ১ম শিফটে সকাল ৮:৪৫ মিঃ ও ২য় শিফটে দুপুর ১:১৫ মিঃ বা ১২:৪৫ মিঃ এর পূর্বে) সকল প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযােগ করা যাবে। এ সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্র সংক্রান্ত কোন অভিযােগ গ্রহণ করা হবে না। সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকসহ অন্যকোন মাধ্যমে যে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরােধ জানানাে যাচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles