37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

চবিতে ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকা বাজেট অনুমোদিত হয়েছে।চবিতে ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন
রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সম্মেলন কক্ষে শুরু হওয়া ৩৫তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়।চবিতে ২০২৩-২৪ অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন
বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সদস্য সচিব কে এম নূর আহমদ। অনুমোদিত বাজেটে বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ বেতন ভাতা খাতে। এবার বেতন-ভাতা খাতে বরাদ্দের পরিমাণ ২৫১ কোটি ২৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬১ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ। মোট ৩১৩ কোটি ৬১ লাখ টাকা যাবে বেতন ভাতা ও পেনশন খাতে, যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৭ শতাংশ।
এবার বাজেটে গবেষণায় বরাদ্দ ৮ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ১০ শতাংশ। গত বছরের তুলনায় গবেষণায় এবার ২ কোটি টাকা বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ধরা হয়েছে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles