35 C
Bangladesh
শুক্রবার, মে ২৪, ২০২৪

চবির অছাত্র ও বহিষ্কৃতদের আবাসিক হল ছাড়ার নির্দেশ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবির অছাত্র ও বহিষ্কৃতদের আবাসিক হল ছাড়ার নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত অছাত্র ও বহিষ্কৃতদের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এসব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলসমূহে অবস্থান করছে তাদেরকে আগামীকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।
এছাড়া বিভিন্ন সময় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরকেও একই সময়ের মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দিষ্ট সময়ের পর এ ধরনের কাউকে হলে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles