চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় চুরির বিষয়টি নিশ্চিত করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। তবে ঠিক কবে নাগাদ চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি হল কর্তৃপক্ষ। চবির নির্মাণাধীন হল থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া বলেন, ‘হলটি পরিদর্শন করে যেটা বুঝলাম, এই ঘটনা একদিনে হয়নি। আমি প্রায় প্রতিদিনই হল থেকে ঘুরে আসি। মাঝে নাটকের শো নিয়ে ১৬ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কলকাতায় ছিলাম। সে সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, ইলেকট্রিক ওয়্যারিং, জানালার থাই অ্যালুমিনিয়াম বা এতগুলো ফ্যান খুলে ফেলা সময়সাপেক্ষ ব্যাপার। মাঝে কিছু আনসার রেখেছিলাম পাহারার জন্য। চুরির সময় তারা ছিল না বলে আমার ধারণা। এখনো বোধ হয় প্রহরীর দায়িত্বে কেউ নেই। তবে রেজিস্ট্রার, প্রক্টর যেহেতু বিষয়টি জেনেছেন, শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে।’ চবির নির্মাণাধীন হল থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি
উল্লেখ্য, নির্মাণাধীন বঙ্গবন্ধু হল ও অতীশ দীপঙ্কর হলের ওদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নিরাপত্তা প্রহরী দেয়া হয়নি