চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
চবির ‘বি’ ইউনিটে ফলাফল প্রকাশ
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
চবির ‘বি’ ইউনিটে ফলাফল প্রকাশ
এতে পাশ করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। আর ফেল করেছেন ১৫ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৫৬ দশমিক ৬৪ শতাংশ।
চবির ‘বি’ ইউনিটে ফলাফল প্রকাশ
বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক। তিনি বলেন, ‘কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে। সবকিছু সমাধান শেষে আমরা নির্ভুল ফলাফল প্রকাশ করেছি। ‘বি’ ইউনিটে পাসের হার ৪৩.৩৬ শতাংশ। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।’
চবির ‘বি’ ইউনিটে ফলাফল প্রকাশ
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের (http://admission.cu.ac.bd) ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা স্ব স্ব প্রোফাইলে লগ ইন করে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবে।