22.9 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

চবির শাটল ট্রেনে কাঁটা পড়ে প্রাণ গেল যুবকের

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবির শাটল ট্রেনে কাঁটা পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছাঁদে উঠতে গিয়ে নিচে পড়ে প্রাণ গেল এক যুবকের।

বুধবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে চৌধুরীহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যুবক চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর ৪ নং ওয়ার্ডের আতাউর রহমানের ছেলে মো. ইয়াছিন (৩০)।

আরো পড়ুন:  বেলায়েত শেখ পড়তে চান চবির সাংবাদিকতা বিভাগে

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।

চৌধুরীহাট রেলস্টেশনের গেইটম্যান জাহেদ জানান, দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শহরগামী শাটলট্রেন চৌধুরীহাট স্টেশনে এসে পৌঁছালে দ্রুত দুই বগির মাঝখান দিয়ে ট্রেনের ছাদে উঠতে গিয়ে নিচে পড়ে যান ওই যুবক।

আরো পড়ুন:  চারুকলা ফিরে আসতে চাই চবির মূল ক্যাম্পাসে

তিনি আরও বলেন, এসময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে চৌধুরীহাট ক্লিনিক ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:  শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চবির সব ফি আদায় হবে অনলাইনে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, দেড়টার শাটল ট্রেন চৌধুরীহাট রেল স্টেশনে পৌঁছালে এক যুবকের হাত কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles