চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে গাছের আঘাতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চবি ক্যাম্পাস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার শাটল ট্রেন ক্যাম্পাসে আসার পথে চৌধুরী হাটের কাছাকাছি এ দূর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ও আগুন জ্বালিয়ে প্রশাসনের নিকট শিক্ষার্থী আহতের জবাব ও শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবি জানান। এছাড়াও জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।
এদিকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এর আগে, ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেন ৪ টার চৌধুরীহাট এলাকায় আসলে শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় ১ জন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।