জানুয়ারির ২৩ তারিখে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর পরই ক্লাস শুরু তারিখ নির্ধারন করেছে চবি প্রশাসন।6 আগামী ২২ ফেব্রুয়ারিতে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে চবি প্রশাসন। এ ঘোষণা দেওয়া হয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০ তম সভায় আলোচনার মাধ্যমে।
তবে সঠিক সময়ে ক্লাস শুরু করতে পারবে কিনা চবি প্রশাসন এ নিয়ে শঙ্কায় রয়েছে ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। ক্লাস শুরুর তারিখ পেছাতে পারে বলে ধারণা করছেন চবি শিক্ষার্থীরাও। তারা বলছেন, যেহেতু, আমাদের এখনো স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে। আর করোনার প্রকোপ যে হারে বাড়ছে। এতে মনে হচ্ছে না, স্বশরীরে ক্লাস নিতে পারবেন প্রশাসন। উল্লেখ্য, সরকার ২২ তারিখ থেকে দুই সপ্তাহের জন্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করেছে। এরপর আবারও দুই সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছে।
এই ক্যম্পাস/এএবি