বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ম্যামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ক্রেস্ট প্রদান করেন। সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার তরুণ লেখক ফোরামের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের লেখালেখির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের লেখালেখির কার্যক্রম সৃজনশীল শিক্ষার্থী তৈরিতে বিশেষ ভূমিকা পালন করবে।’ কথার প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও একজন লেখিকা। লেখালেখি ছাড়া আমি ভালো থাকতে পারি না। তোমরা এসেছো এতে আমি বেশ আনন্দিত। তিনি আরো বলেন, “লেখালেখি হচ্ছে মানুষের মনের খোরাক, আমি এখনো শত ব্যস্ততার মাঝে সময় বের করে কিছু না কিছু লিখি এবং একজন চিন্তাশীল মানুষ হিসেবে এই লেখায় প্রত্যেক মানুষকে বাঁচিয়ে রাখে। বর্তমান প্রজন্মকে অপরাধ প্রবনতা থেকে বেরিয়ে আসতে তরুণদের লেখালেখিতে জড়িত থাকা উচিত।” এবং লেখালেখির অগ্রতিতে কাজ করে যাবার নির্দেশ দেন।চবি উপাচার্যের সাথে তরুণ লেখক ফোরামের সৌজন্য সাক্ষাৎ
এই সৌজন্যমূলক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোঃ রাফসান, সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা ও অর্থ সম্পাদক এম. আতহার নূর, উপ দপ্তর সম্পাদক সাইফুল মিয়াসহ ফোরামের কার্যকরী পরিষদের সকল সাধারণ সদস্য।চবি উপাচার্যের সাথে তরুণ লেখক ফোরামের সৌজন্য সাক্ষাৎ
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।