37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

চবি ক্যাম্পাসে শিবির কর্মীসহ আটক ২

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি ক্যাম্পাসে শিবির কর্মীসহ আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরের পোস্টার লাগানোর সময় এক শিবির কর্মীসহ দুজনকে আটক করেছে ছাত্রলীগ নেতারা। অতঃপর পুলিশের হাতে সোপর্দ করা হয়।

শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুহুল আমিন এবং ক্যাম্পাস সংলগ্ন একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়মন।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. জসীম দুজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে তারা আট থেকে দশজন ছেলে মিলে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় রমজানের বার্তা সম্বলিত শিবিরের পোস্টার লাগাচ্ছিল। এ সময় ছাত্রলীগের দুই কর্মী নাস্তা করতে বের হলে তাদের দেখতে পায়। সাথে সাথে তারা অন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের খবর দেয়। পরে ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে দুজনকে আটক করে পুলিশের কদছে সোপর্দ করা হয়। এবং সাথে সাথে পোস্টারগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের জিএস ইকবাল হোসেন টিপু বলেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি ও জামায়াত-শিবির মাথাচাড়া দিয়ে উঠেছে। এছাড়াও দেশব্যাপী জামাত-শিবিরের কর্মীরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে গোপনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles