টানা কয়েক দিন মারামারির ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার বিকাল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপতিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা বৃহস্পতি ও শুক্রবার দুই দফা সংঘর্ষে জড়ায়। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।