চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলে ৪ ছাত্রলীগ নেত্রীর মধ্যে মারামারির ঘটনায় একজনকে শোকজ করেছে হল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
শুক্রবার (১১ আগস্ট) রাতে হলের সিনিয়র শিক্ষক ড. শাহ আলমকে আহ্বায়ক ও আবাসিক শিক্ষক উম্মে হাবিবাকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল।
চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন, ছাত্রলীগের উপ স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক ও সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সিমা আরা শিমু এবং উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ও মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাজমুন নাহার ইষ্টি। চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন- ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক তাসফিয়া জাসারাত নোলক ও নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক নির্জনা ইসলাম । চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে অভিযুক্ত তাসফিয়া জাসারাত নোলকের বিরুদ্ধে মাদকসেবন ও মাদকদ্রব্য বহনের অভিযোগ রয়েছে। এছাড়া গভীর রাতে হলের বাইরে থাকায় বেশকিছু দিন আগে প্রক্টরিয়াল বডির সদস্যরা টহল দেওয়ার সময় তাকে আটক করেন। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন
উল্লেখ্য, আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷