চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় হওয়া মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পাশাপাশি ৭ দফা দাবিও উত্থাপন করেছে তারা।
- Advertisement -
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রক্টর বরাবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদকে ইকবাল হোসেন টিপুর স্বাক্ষরিত এক স্মারকলিপিতে ছাত্রলীগ কর্মীদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।
- Advertisement -
এছাড়া স্মারকলিপিতে সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসনের নিকট ৭ দফা দাবি উত্থাপন করে:
- Advertisement -
১। শাটল দুর্ঘটনায় আহত সকল শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সম্পূর্ণ ব্যায় বহন করা।
২। অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের ভিত্তিহীন মামলা হতে অব্যাহতি প্রদান করতে হবে।
৩। সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে।
৪। ৭ তারিখের শাটল দূর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শান্তির ব্যবস্থা কার্যকর করতে হবে।
৫। শাটলের সংখ্যা বৃদ্ধি ও শিডিউল বৃদ্ধি করতে হবে।
৬। শাটল ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
৭। ক্যাম্পাসে এবং শাটলে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে।
- Advertisement -
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় সত্যি কেউ নিরাপরাধ থাকলে তার শাস্তি হবে না।
- Advertisement -
উল্লেখ্য, শাটল ট্রেনের দূর্ঘটনায় জিরো পয়েন্টে এলাকায় অবস্থিত পুলিশ বক্স, উপাচার্যের বাসভবন, পরিবহন দপ্তরে ও শিক্ষক ক্লাবে ব্যপক ভাঙচুরের ঘটনায় ২ মামলায় ১৪ আসামির মধ্যে ১২ জনই ছাত্রলীগ কর্মী নাম এসেছে বলে জানা যায়।