31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

চবি ছাত্রলীগের ৭ দফা দাবিতে প্রক্টরকে স্মারকলিপি

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি ছাত্রলীগের ৭ দফা দাবিতে প্রক্টরকে স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় হওয়া মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পাশাপাশি ৭ দফা দাবিও উত্থাপন করেছে তারা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রক্টর বরাবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদকে ইকবাল হোসেন টিপুর স্বাক্ষরিত এক স্মারকলিপিতে ছাত্রলীগ কর্মীদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।

আরো পড়ুন:  চবি ছাত্রলীগের ৪ নেত্রীর মধ্যে মারামারি, তদন্ত কমিটি গঠন

এছাড়া স্মারকলিপিতে সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসনের নিকট ৭ দফা দাবি উত্থাপন করে:

১। শাটল দুর্ঘটনায় আহত সকল শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সম্পূর্ণ ব্যায় বহন করা।
২। অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের ভিত্তিহীন মামলা হতে অব্যাহতি প্রদান করতে হবে।
৩। সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে।
৪। ৭ তারিখের শাটল দূর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শান্তির ব্যবস্থা কার্যকর করতে হবে।
৫। শাটলের সংখ্যা বৃদ্ধি ও শিডিউল বৃদ্ধি করতে হবে।
৬। শাটল ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
৭। ক্যাম্পাসে এবং শাটলে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে।

আরো পড়ুন:  হারিয়ে যাওয়া  চবি ছাত্র জিসানের খোঁজ মিলেছে 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় সত্যি কেউ নিরাপরাধ থাকলে তার শাস্তি হবে না।

আরো পড়ুন:  চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

উল্লেখ্য, শাটল ট্রেনের দূর্ঘটনায় জিরো পয়েন্টে এলাকায়  অবস্থিত পুলিশ বক্স, উপাচার্যের বাসভবন, পরিবহন দপ্তরে ও শিক্ষক ক্লাবে ব্যপক ভাঙচুরের  ঘটনায় ২ মামলায় ১৪ আসামির মধ্যে ১২ জনই ছাত্রলীগ কর্মী নাম এসেছে বলে জানা যায়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles