চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ আয়োজিত ব্যাংকিং ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্যাংকিং থান্ডার বনাম ব্যাংকিং রয়্যালস।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি তাসলিমা আক্তার।
এর আগে গত ২১ আগস্ট জমকালো আয়োজনের মাধ্যমে টুর্ণামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। টুর্ণামেন্টটিতে বিভাগের পাঁচটি দল অংশ নেয়।