28 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪

চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ে ঘেরা চিরসবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যা পুরো দেশে সব বড় ক্যাম্পাস। প্রতিবছরের ন্যায় এবারও ১৬-২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ সেশনের ভর্তি পরীক্ষা চলে। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত পরীক্ষর্থীরা পরীক্ষা দিতে আসে। এসময় তাদের আবাসন সংকটসহ নানা সংকটে পড়ে।  তাদেরকে আবাসন, দিক-নির্দেশনাসহ সার্বিক বিষয়ে সহযোগিতায় ছিল লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর শতাধিক স্বেচ্ছাসেবক মাঠে থেকে পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করেছে।
এবিষয়ে একজন পরীক্ষার্থীর কাছে জানতে চাইলে বলে যে, লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন কার্যক্রম ছিল চোখে পড়ার মত।  ওনারা আমাকে অনেক সাহায্য করছে। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ।চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
এ বিষয়ে জানতে চাইলে এসোসিয়েশন এর সভাপতি জাহিদ হাসান বলেন,
আমাদের লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের যেকোনো ইতিবাচক কাজে পাশে থেকে আসছে।তারই ধারাবাহিকতায় ২০২১-২২ শিক্ষাবর্ষে চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন,খাওয়া এবং পরীক্ষার কেন্দ্র পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে আমাদের  ১৩০ জন সদস্য ভর্তি পরীক্ষার শুরু থেকে শেষ অব্দি কাজ করেছে।আলহামদুলিল্লাহ, আমাদের এসোসিয়েশনের সদস্যদের নিরলস পরিশ্রমের ফলে আমরা সফলভাবে আমাদের এডমিশন কার্যক্রম সম্পন্ন করেছি।এছাড়া ও চান্সপ্রাপ্তদের ভর্তি কার্যক্রমে যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবে।আমি আমার এসোসিয়েশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকল পৃষ্ঠপোষকদের প্রতি। যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে এবং কার্যক্রমগুলো সুন্দর করতে উৎসাহিত করে। বিশেষ কৃতজ্ঞতা বীর মুক্তিযোদ্ধা হাজী জাকির হোসেন মিজান ভাইয়ের প্রতি।যার সার্বিক সহযোগিতা এবং তত্বাবধানে আমাদের এবারের কাজগুলো সম্পূর্ণ হয়েছে।চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম নাঈম বলেন, ভর্তি পরীক্ষায় লক্ষ্মীপুর ও অন্যান্য জেলা হতে আগত সকল পরীক্ষার্থীদের পাশে থেকে সাহায্য করার জন্য লক্ষ্মীপুর জেলা স্টুডেন্ট আসোসিয়েশন অক্লান্ত পরিশ্রম করেছে। সামনের দিনগুলোতেও লক্ষ্মীপুরীয়ানরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে স্বতঃস্ফূর্তভাবে যেকোনো দায়িত্বশীল কাজে এগিয়ে আসবে।চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল  বলেন,
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা/উপজেলা ভিত্তিক এসোসিয়েশন রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিজ নিজ জেলা/উপজেলার শিক্ষার্থীরা একটা সুশৃঙ্খল প্লাটফর্ম তৈরী করে।চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের একটা সুন্দর সংগঠন রয়েছে। সেটা হলো “লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”।
২০২১-২০২২ সেশনের ভর্তি পরীক্ষায় আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করে গেছে।  ইনশাআল্লাহ আগামীদিনেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।চবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে 
আমি লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles