30 C
Bangladesh
শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানেল সম্পন্ন হয়েছে। চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
সোমবার (১২মে) দুপুর ১২টায়  বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
ফোরামের সভাপতি আকিজ মাহমুদ এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন ও তাওহীদা মাহমুদ আরিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজ উদ-দৌল্লাহ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
 বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি লেখক ফোরামের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ক্রিমিনোলজি ও পুলিশ বিভাগের সভাপতি মো: সাখাওয়াত হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশদুল আলম।চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি লেখক ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক অলিউর রহমান, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জাহিদুল করিম সিকদার বাপ্পি এবং রোটারেক্ট জেলা সংগঠনের সচিব ওয়াহেদ মুরাদ।চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক মোহাম্মদ শামসুল হক, র‍্যাংকন রিয়েল এস্টেট এন্ড সি ফিসিং ডিভিশন এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক এর কান্ট্রি ডিরেক্টর কে এম হাসান রিপন এবং ভারতের অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. উজ্জ্বল আনু চৌধুরী।
চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
তানভীর শাহরিয়ার রিমন তার বক্তব্যে বলেন, লেখালেখি একটি গুরুত্বপূর্ণ স্কিল। এটা চর্চার বিষয়। চর্চার মাধ্যমে এই দক্ষত বাড়ে। তাছাড়া তরুণদের মাঝে যে হাতাশা দেখা যায় লেখালেখির মাধ্যমে এটিও দূর করা যায়। চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
নিজের লেখা বইকে বেস্ট সেলিং বই উল্লেখ করে তিনি বলেন, আমি অনেকবছর যাবৎ লেখালেখিতে যুক্ত। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনের সাথে আমি যুক্ত ছিলাম। এখন চর্চা অব্যাহত রাখায় আমার বই বেস্টসেলার বইয়ে স্থান পায়। চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
কে এম রিপন হাসান বলেন, তরুণদের উচিৎ সৃজনশীল কাজে যুক্ত থাকা। যারা ভাবছেন চ্যাট জিপিটি এসে তরুণদের সৃজনশীল কাজের ক্ষেত্র কমিয়ে দিচ্ছে তারা ভুল ভাবছে। গুগল আসার পরও আমাদের ধারণা ছিল এটি বিশ্ব সংকট ফেলবে। অথচ গুগল ছাড়া এখন আমরা কিছু চিন্তা করতে পারি না। চবি লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 
 পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বড় ভুমিকা পালনের মাধ্যমে সমাজ সচেতন কীভাবে গড় তুলতে হয়, সে বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি লেখকদের মধ্যে লেখার সৃজনশীলতা ও নানন্দিকতার মাধ্যমে আত্মপ্রত্যয়ী হয়ে তরুণদের সত্যের পথে অবিচল থেকে লেখালেখি চালিয়ে যেতে পরামর্শ দেন  বক্তারা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles