চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়াবিলুপ্ত ঘোষণা করা হয়েছে।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
উক্ত ইউনিটে সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে শিগগির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে আমরা আশাবাদী।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
তিনি আরো বলেন, আমরা চাই ক্যাম্পাসমুখী, কর্মীবান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবে এমন ত্যাগী নেতারা ভবিষ্যতে নেতৃত্বে আসুক।চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা
এর আগে ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ১৮ মে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য ছিল ২৪৩ জন।