33 C
Bangladesh
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তিন বছর পর রোববার (৩১ জুলাই) মধ্যরাতে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার পর পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পদবঞ্চিতরা। পরবর্তীতে তারা কমিটি পুনর্বিন্যাসের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। ফলে কার্যত অচল হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে  ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ৬৯ জন সহ সভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন:  মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাচ্ছে চবির শিক্ষার্থীরা

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কমিটি পুনর্গঠনের দাবিতে অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল মোড়ে বিক্ষোভ শুরু করে শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের পদবঞ্চিত নেতা কর্মীরা। এরপর রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেন বিজয় গ্রুপের নেতা কর্মীরা। এদিকে অবরোধের কারণে ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কোন বাস ছেড়ে যায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও আটকে দেওয়া হয়েছে। ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন:  চবি লেখক ফোরামের পুর্নাঙ্গ কমিটি গঠন

আন্দোলনরত নেতা কর্মীদের দাবি, বিজয় গ্রুপের আরেক নেতা ও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে। এছাড়া অসংখ্য ত্যাগী, পরিশ্রমী যোগ্য কর্মীকে কমিটিতে বাদ দেওয়া হয়েছে। এদের সঠিক মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছে।ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন:  চবিতে অপরাধ ও তরুণ প্রজন্ম শীর্ষক উন্মুক্ত সেমিনার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন বন্ধ রয়েছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ার পর ঝাউতলা স্টেশন আটকে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এছাড়া
শিক্ষক বাসও বন্ধ রয়েছে।ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ জুলাই চবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি করা হয় রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক করা হয় ইকবাল হোসেন টিপুকে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles