টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, আহত ১

0
1
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, আহত ১
চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ১জন আহত হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির পুরাতন ক্যান্টিনের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বাড়ি ভেঙে যায়। পাহাড় ধসের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়াতে রাস্তা বন্ধ হয়ে আছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর এলাকায় একটি পাহাড় ধসে পড়েছে। অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন রাস্তায় গাছ পড়ে তাঁর ছিঁড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গোলপুকুর পাড়ে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে।
শাটল ট্রেন বন্ধ ও পাহাড় ধসের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, ”গতরাতের ভারি বৃষ্টিতে রেললাইনের উপর পানি উঠে যাওয়ায় শাটল আপাতত বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here