31.2 C
Bangladesh
বুধবার, অক্টোবর ৯, ২০২৪

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চবির সব ফি আদায় হবে অনলাইনে

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চবির সব ফি আদায় হবে অনলাইনে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাবতীয় ফি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের বিভিন্ন ফি জমাদানের একটাই মাধ্যম চবির অগ্রণী ব্যাংক। প্রতিবছরই পরীক্ষার সময় আসলে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফি জমা দিতে হয়। এ নিয়ে চরম ভোগান্তির শিকার হন তারা।

বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পেমেন্ট সিস্টেমকে অনলাইনের আওতায় নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। তবে দেরিতে হলেও শিক্ষার্থীদের দাবি ও সুযোগ সুবিধার বিষয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় ফি প্রদানের সিস্টেমকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ইতোমধ্যেই বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে চবি কর্তৃপক্ষ প্রাথমিক আলোচনাও করেছেন বলে আইসিটি সেল সূত্রে জানা গেছে। তবে সিস্টেমটি চালু হলে শিক্ষার্থীদের অনলাইনে ফি পরিশোধের ক্ষেত্রে নির্দিষ্ট একটি চার্জ প্রদান করতে হবে৷ অপরদিকে যাদের ইচ্ছা তারা কোনো প্রকার এক্সট্রা চার্জ পরিশোধ করা ছাড়াই পূর্বের মতো ব্যাংকে ফি পরিশোধ করতে পারবেন।

আরো পড়ুন:  চবির শাটলে শিক্ষার্থী আহতের ঘটনায় ভাঙচুরে প্রায় ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতি

আগামী এক মাসের মধ্যে পেমেন্ট সিস্টেমকে অনলাইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

আরো পড়ুন:  ৬ষ্ঠ বারের মতো সমাবর্তনের ঘোষণা দিলেন চবি উপাচার্য

তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পেমেন্ট সিস্টেমকে অনলাইনের আওতায় নিয়ে আসার। এটা করতে পারলে শিক্ষার্থীদের জন্যই বিষয়টা অনেক সহজ হয়। আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইতোমধ্যে অনেক দূর এগিয়েও গেছি। বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্লাটফর্মের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা আমাদের ক্যাম্পাসে এসে দেখেও গেছেন। খুব শীঘ্রই পেমেন্ট সিস্টেমকে আমরা অনলাইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আগামী এক মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব বলে আমি আশাবাদী।

আরো পড়ুন:  চবি শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা

Check out our other content

Check out other tags:

Most Popular Articles