34 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

শ্রেষ্ঠ আমন্ত্রিত বিচারক নির্বাচিত চবির নিলয়

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়শ্রেষ্ঠ আমন্ত্রিত বিচারক নির্বাচিত চবির নিলয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল জোবায়ের নিলয় চ্যারিটিভিত্তিক বিতর্ক টুর্নামেন্ট দ্বিতীয় ইকারাস ইন্টার ক্লাব এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় আমন্ত্রিত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।শ্রেষ্ঠ আমন্ত্রিত বিচারক নির্বাচিত চবির নিলয়
তিনি চবির আলাওল হল বিতর্ক সংসদের সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিতর্ক সংঘ-চবি এর সাংগঠনিক সম্পাদক।

আরো পড়ুন:  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় কমিটি গঠন

গত শুক্র ও শনিবার (৬ ও ৭ই মে) আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় আমন্ত্রিত বিচারকবৃন্দের মধ্য হতে সর্বোচ্চ মার্ক পেয়ে তিনি শীর্ষ আমন্ত্রিত বিচারকের এই খেতাবটি অর্জন করেন।শ্রেষ্ঠ আমন্ত্রিত বিচারক নির্বাচিত চবির নিলয়
তিনি বলেন, ৪০টি বিতর্ক ক্লাব দলের অংশগ্রহণে তিন রাউন্ডের প্রিলিমিনারি ও কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের মাধ্যমে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ক্লাব এখানে অংশগ্রহণ করে।

আরো পড়ুন:  চবিতে প্রতারকের ফাঁদে ৭ ভর্তিচ্ছু

তিনি আরো বলেন, সেখান থেকে তারা আমাকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছে। এটা আমার সৌভাগ্য। উক্ত প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে গৃহহীন ও দরিদ্র মানুষের মধ্যে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles