চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশ বিদ্যা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই তামিম চৌধুরী। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। বাসায় মোবাইল ফেলে এসেছিলেন। পরিবারের সাথে ঝগড়া করে নিঃসঙ্গ সময় কাটাচ্ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) সকালে জিসান বায়েজিদ এলাকার তার বাসা থেকে বের হয়েছিলেন, পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলো তার বন্ধুরা। এ ঘটনায় নগরীর বায়েজিদ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিলো।