চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এফ রহমান হল, বাথরুম সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, কর্মচারীদের অনিয়মসহ ১৬ দফা দাবিতে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
রবিবার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় হল গেট তালা দেয় সাধারণ শিক্ষার্থীরা। ১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
শিক্ষার্থীরা জানান, এফ রহমান হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিস্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। ইন্টারনেট সংযোগের জন্য হলে ওয়াইফাই লাইন থাকলেও তা কাজ করেনা। এসব সমস্যা সমাধানের লক্ষে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া শিক্ষার্থীরা জানান গত মঙ্গলবার (৮ নভেম্বর) তারিখে হলের বিভিন্ন সমস্যা নিয়ে হল কতৃপক্ষকে জানালেও কোন সমাধান হয়নি।১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হলের আবাসিক শিক্ষকের আশ্বাসে বিকাল সাড়ে তিনটার দিকে হলের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
শিক্ষার্থীদের দাবিগুলো :১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
১.ওয়াশরম সংস্কার করতে হবে।
২.হলের প্রতিটি ব্লকে ওয়াটারটার ফিটার দিতে হবে
৩.ডাইনিংয়ে লোক সংখ্যা বাড়াতে হবে।
৪.খাবরের মান বৃদ্ধি করতে হবে।
৫.ড্রেনেজ সিটেম সংস্কার করতে হবে।
৬. মশা নিধনের ব্যবহা গ্রহন করতে হবে।
৭. বিভিন্ন রুমে আসবাবপত্র নিশ্চিত করতে হবে।
৮.মাঠ সংস্কার দ্রুত করতে হবে।
৯.খেলার সরঞ্জামাদি আজকের মধ্যে দিতে হবে।
১০. ওয়াইফাই সমসার দ্রুত সমাধান করতে হবে। সকল কিছু দিতে হবে।
১১. সময় মতো পত্রিকা দিতে হবে।
১২. হলের কর্মকর্তা কর্মচারী ঠিকমতো দায়িত্ব পালন করে না
১৩.সাপ নিধনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১৪.ইলেকট্রিক সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
১৫.পানিতে আর্সেনিক প্রচুর।
১৬.টেবিল টেনিস বোর্ড দিতে হবে।১৬ দফা দাবিতে চবির এফ রহমান হলে তালা
উল্লেখ্য, গত বৃহঃপতিবার (১০ নভেম্বর) এ এফ রহমান হলের প্রভাস্ট অধ্যাপক ড. এস. এম.খসরুল আলম কুদ্দুসীর মেয়াদ শেষ হওয়ায় এখনো হলটি প্রভোস্ট শূন্য আছে।