দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন। ৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এদিকে আংশিক কমিটির অধিকাংশেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদের মধ্যে সভাপতিকে অনেক নেতা-কর্মী চেনেন না বলে জানিয়েছেন। এ নিয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ১৩ অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।