38.9 C
Bangladesh
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলছে চবির শাটল ট্রেন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলছে চবির শাটল ট্রেন
আজ থেকে নিয়মিত শিডিউলে চলছে চবির শাটল ট্রেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন নিয়মিত শিডিউলে চালবে আগামীকাল থেকে। প্রায় ২ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে নিয়মিত শিডিউলে চলবে শাটল ট্রেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চবি সহকারি প্রক্টর সৌরভ সাহা জয়।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে সাড়ে আটটায় চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা শাটল ট্রেন নয়টার দিকে চৌধুরীহাট এলাকায় হেলে পড়া গাছে সঙ্গে ধাক্কা খেয়ে ২০ জনের মতো শিক্ষার্থীদের দূর্ঘটনার কবলে পড়ে।
এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা শাটল চালক ও অবস্থানরত কর্মচারীদের মারধরের অভিযোগ উঠে। তারই প্রতিবাদ হিসেবে দুই দিন বন্ধ ছিল চবির শাটল ট্রেন।
উল্লেখ্য, শাটলে দূর্ঘটনার ঘটনার প্রতিবাদে ও শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চবি ক্যাম্পাস। এতে রাতভর তুলকালাম চলে, তছনছ হয় ভিসির বাসভবন, পুলিশ ফাঁড়ি, চবি ক্লাব, গেস্ট হাউজ ও ভাঙচুরের শিকার হয় ষাটের অধিক বাস ও গাড়ি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles