আজ(৬ এপ্রিল, বুধবার) দুপুরে ডিনস কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে বলা হয়,আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষার্থীদের ঢাবির ভর্তি যুদ্ধ শুরু হবে। ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত”গ” ইউনিট,৪ জুন কলা অনুষদভুক্ত “খ” ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত “ক” ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ১৭ই জুন চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় চুড়ান্ত করা হবে।
সভা সূত্রে আরো জানা যায়, এবছর জিপিএ যোগ্যতা গত বছরের থেকে কমিয়ে আনা হয়। বিজ্ঞান বিভাগ তথা “ক ইউনিট”- ৮.০০(৪র্থ বিষয়সহ), মানবিক বিভাগ তথা “খ ইউনিট”-৭ঃ৫০(৪র্থ বিষয়সহ) এবং ব্যবসা শিক্ষা ” গ ইউনিট”-৭ঃ৫০ তাকতে হবে। শুধুমাত্র ২০২১-২২ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার সময়সীমা ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এবং আবদেন ১০০০ টাকা ধার্য করা হয়েছে।