ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সাথে তার পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মাঝে ৩০শে মার্চ সন্ধ্যা ৭ টার দিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টিটিসি শিক্ষার্থী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি হয়।
বিষয়টি শুনে ঢাকা কলেজের কয়েকজন সিনিয়র বড় ভাই তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে মীমাংসা করার চেষ্টা করলে টিটিসির শিক্ষার্থীরা তাদের উপর আক্রমণ চালায়। পরবর্তীতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ঢাকা কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয় এবং টিটিসি কলেজের কিছু ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।