33 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস বন্ধ আরো ২ সপ্তাহ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস বন্ধ আরো ২ সপ্তাহ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আখতারুজ্জামান এ কথা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, শুধুমাত্র স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা আগের নিয়ম অনুযায়ীই চলবে। আবাসিক হলগুলো খোলা থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে স্বাস্থ্যবিধি মেনেই।

আরো পড়ুন:  শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের ক্যাম্পাস

করোনার কারনে শিক্ষামন্ত্রণালয় জানুয়ারিতে সিদ্ধান্ত নেয়, সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ঢাবি উপাচার্য বলেন, আমরা তো জাতীয় সিদ্ধান্তের বাহিরে না, আমাদেরও সিদ্ধান্ত মেনে নিতে হবে। সেই জানুয়ারি ২২ তারিখ থেকেই সকল ডিপার্টমেন্টের স্বশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ওমিক্রনের ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার কারনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। তবে করোনার ওমিক্রন এ ভেরিয়েন্টটি অধিক সংক্রামক হলেও এতোটা মারাত্মক নয়, মৃত্যুঝুঁকি তেমন নেই বললেই চলে, জানিয়েছে গবেষকরা।

আরো পড়ুন:  প্রেমিকার বিয়ে হওয়ায় ঢাবি ছাত্রের আত্নহত্যা

তবে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষাবিদরা, তারা বলেন, এ পরিস্থিতি আরো কতোদিন স্থায়ী হবে এখনো আন্দাজ করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে শিক্ষাব্যবস্থাও এক সময় ভেঙ্গে পড়বে।

আরো পড়ুন:  ঢাবিতে ঈদের ছুটি ৯ দিন

এই ক্যাম্পাস/এএবি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles