আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ্রতি হবে।
আজ সোমবার (৫জুন) প্রকাশিত হবে ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেলা একটা হতে এ ফলাফল দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ শে মার্চ। মোট চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লক্ষ ৯৮ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী।
চারুকলা ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান ইউনিটে ১২ মে বেলা ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়। ১ হাজার ৮৫১ টি আসনের বিপরীতে ১ লক্ষ ২৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি সিটের জন্য লড়াই করে ৬৯ জন পরীক্ষার্থী।