রাজধানীর সাবেক কলেজ অব হোম ইকোনোমিক্স এর পরিবর্তিত বর্তমান নাম গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স।
অত্র কলেজের অধ্যক্ষের ভূমিকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন প্রফেসর ইসমাত রুমিনা। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর একজন সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমীক সিনেট কর্তৃক ১০ জন শিক্ষক মনোনয়ন নেয়া হয়েছে,তন্মধ্যে গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনাও রয়েছেন।
এটি গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের সকলের নিকট অতন্ত সুফল বয়ে আনবে বলে শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর প্রত্যাশা।
ইসরাত জাহান প্রিয়ানা/ইসি