(ইসরাত জাহান প্রিয়ানা) ঢাকা বিশ্ববিদ্যালয় এর হোম ইকোনোমিক্স ইউনিটের বিএসসি (অনার্স) ১ম বর্ষে ২০২২ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের সিলেবাসে আবারও কিছুটা পরিবর্তন এলো। ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয় এর হোম ইকোনোমিক্স ইউনিটের অন্তর্ভুক্ত ৬ টি কলেজে একই সিলেবাসে পাঠদান করানো হয়।কলেজ সমূহ হলো- ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
১.গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স(পূবর্বর্তী নাম কলেজ অব হোম ইকোনোমিক্স) ঢাবির হোম ইকোনোমিক্সের ১ম বর্ষের সিলেবাস আবারও
২.বাংলাদেশ কলেজ অব হোম ইকোনোমিক্স
৩.ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স
৪.আকিজ কলেজ অব হোম ইকোনোমিক্স
৫.ময়মনসিংহ কলেজ অব হোম ইকোনোমিক্স এবং
৬.বরিশাল কলেজ অব হোম ইকোনোমিক্স ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
সদ্য ভর্তি হওয়া ফুড এন্ড নিউট্রিশনাল সাইন্স ডিপার্টমেন্টে ১ম বর্ষের শিক্ষার্থীদের একাডেমীক সিলেবাসে মেজর কোর্সের এ বছর পরিবর্তন আনা হয়েছে। ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
এতদিন ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে ১ম বর্ষে ২টি মেজর কোর্স পড়ানো হতো।
১.FN-101(Nutritional Science অর্থাৎ পুষ্টিবিষয়ক বিঙ্গান)
এবং
২.FN-102(Human Nutrition & Dietetics অর্থাৎ মানব পুষ্টি ও পথ্যবিদ্যা)
তবে এবছরও ২টি মেজর কোর্স পড়ানো হবে।কিন্তু মানবপুষ্টি ও পথ্যবিদ্যার বদলে পড়ানো হবে মানব শারীরবিদ্যা অর্থাৎ যার কোর্স নাম: ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
FN-102(Human Physiology)। এর পাশাপাশি পূর্বের সিলেবাস অনুযায়ী FN-101 পড়ানো হচ্ছে। ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
এছাড়াও এসব শিক্ষার্থীরা ২য় বর্ষে গিয়ে Human Nutrition & Dietetics পড়বে।তবে বর্তমানে যারা ২য় বর্ষে আছেন তারা এই মেজর কোর্সটি ১ম বর্ষে ইতোমধ্যে শেষ করে এসেছেন। ঢাবির হোম ইকোনোমিক্স ভর্তি পরীক্ষার সিলেবাসে আবারও বিরাট পরিবর্তন
যেহেতু ২০২২ সালে ভর্তিকৃত শিক্ষার্থীরা মানব শারীরবিদ্যা ১ম বর্ষে পড়বেন তাই তারা ২য় বর্ষে মানব পুষ্টি ও পথবিদ্যা এই কোর্সটি পরবর্তীতে পড়বেন। অর্থাৎ সামগ্রিকভাবে ১টি মেজর কোর্সের অদলবদল আনা হয়েছে ২০২২ শিক্ষাবর্ষে।