পহেলা বৈশাখ১৪২৯ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কটি আবাসিক হলে ইফতার ও সাহরির জন্য ছোলা, মুড়ি, বেগুনি,পোলাও, গোশত, মিষ্টিজাতীয় খাদ্য ও কোমল পানীয় বিতরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ
প্রত্যেকটি হলের খাবারের মেনু প্রায় একই ছিল এবং খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। তবে এরই মাঝে মেয়েদের শামসুন্নাহার হলে অনেক আগেই খাবার রান্না করে রাখার ফলে অনেকেরই খাবার নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। খাবার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটি অবগত হলে হল কর্তৃপক্ষ আবারও নতুন করে রান্না করে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের ঘোষণা দেয়।