37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

প্রেমিকার বিয়ে হওয়ায় ঢাবি ছাত্রের আত্নহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়প্রেমিকার বিয়ে হওয়ায় ঢাবি ছাত্রের আত্নহত্যা

টাঙ্গাইলের মধুপু‌রে প্রেমিকার অন্যত্র বি‌য়ে হ‌য়ে যাওয়ায় প্রিতম কুমার সিংহ আকাশ নামে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এক শিক্ষার্থী আত্মহত‌্যা ক‌রে‌ছেন। রোববার (০৬ ফেব্রুয়া‌রি) রাত ১টার দিকে প্রিতম বিষপান করেন বলে জানা যায়। পরিবারের লোকেরা জানতে পেরে পরে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে নেওয়ার প‌থেই মৃত্যু হয় তার। 

আরো পড়ুন:  শিক্ষার্থীদের ব্যাপারে উদাসীন ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটে

প্রিতম কুমার সিংহ আকাশ মধুপুর পৌরসভার সাথী সি‌নেমা হল রো‌ডের উত্তম কুমার সিং‌হের ছে‌লে। তিনি ঢাবির চারুকলা বিভা‌গের স্নাতক (সম্মা‌ন) শেষ ব‌র্ষের শিক্ষার্থী ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা ক‌লে‌জের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হ‌য়ে যায়। প্রেমিকা‌কে হারানোর বেদনা ও ক্ষোভে রোববার রাতে নিজ বাড়িতে ইঁদু‌র মারার বিষপান করে আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন প্রিতম। এতে তিনি অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে প্রথ‌মে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রা হয়। শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

আরো পড়ুন:  ৬৪ জেলার এতিমখানায় ইফতার মাহফিল আয়োজন করতে চাই- টিসিপিসি

সোমবার (০৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইলের কেন্দ্রীয় মহাশ্মশান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আরো পড়ুন:  ঢাবির 'খ' ইউনিটের ভর্তির ফল প্রকাশ

মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, ”প্রেমঘ‌টিত কার‌ণে প্রিতম আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানতে পে‌রে‌ছি”।

এই ক্যাম্পাস/এএআর

Check out our other content

Check out other tags:

Most Popular Articles