27.1 C
Bangladesh
রবিবার, নভেম্বর ৩, ২০২৪

বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
বাংলা নতুন বছর বরণে বর্ণিল সাজে সরকারি তিতুমীর কলেজে বাংলা নববর্ষ ১৪২৯-এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা বছরের মঙ্গল কামনায় এই শোভাযাত্রার আয়োজন করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
পয়লা বৈশাখ সকালে ‘আলোকের এই ঝর্ণাধারায়’ প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ষবরণের গানের পরিবর্তে সমবেত কণ্ঠে গাইছেন দেশাত্মবোধক গান ‘এক সাগর রক্তের বিনিময়ে..’।  বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ব্যবহারকারীদের। বিষয়টি নিয়ে রসিকতার পাশাপাশি কটূক্তি করছেন অনেকে। বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
তবে বিষয়টি পরিষ্কার করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোসা. তালাত সুলতানা। তিনি বলেন আজ কলেজের মঙ্গল শোভাযাত্রা বৈশাখের গান দিয়ে শুরু করেছিলাম। শুভ নববর্ষ বলে কর্মসূচি শেষ করেছি। শোভাযাত্রার পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ফেসবুকে যেটা ছড়িয়েছে, সেটা শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে প্রবেশের মুহূর্ত। বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
তিনি বলেন, ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রায় বৈশাখের গান, দেশের গানসহ সব গানই গাওয়া হয়েছে। ভাইরাল ভিডিওতে পুরো শোভাযাত্রার নির্দিষ্ট কয়েক সেকেন্ড কেটে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এটা যে কেউ দেখলেই বুঝবে। বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি:তিতুমীর কলেজ অধ্যক্ষ
কলেজ অধ্যক্ষ বলেন, আমি ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে শুরু করি। ‘আইলো আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’সহ কয়েকটি গান গেয়েছি। এখানে যারা ছিলাম, কেউই তো প্রফেশনাল শিল্পী নই। একেকজন বা একেক দল একেকটি গান ধরছিল। এর মধ্যে একটি গানের ভিডিও’র সামান্য একটু অংশ কেটে নিয়ে প্রচার করাটা অসঙ্গত।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles