ভয়াল করোনা মহামারীর পর ঢাবির হলের আবাসিক শিক্ষার্থীদের প্রথম রমজান। রমজান মাস শুরু হতেই হলের ক্যান্টিনের খাবারের দাম হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েই গেছে যা স্বাভাবিক দামের চেয়ে দেড়গুণ বেশি তাছাড়াও দামের সাথে মানের কোনো পরিবর্তন হয়নি।
এতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। মহসিন হল,জিয়া হল,সূর্যসেন হল,বিজয় একাত্তর হল, জসীমউদ্দিন হল ইত্যাদি এসব হল গুলোতে খাবারের মান চড়া।
যেখানে রমজানের আগে মুরগীর মাংস ৪৫/৫০ টাকা ছিল সেখানে রমজান আসতেই ৭০ টাকা হয়ে যায় এভাবে বিভিন্ন খাবারের দাম দেড়গুণ বেড়েছে। এ বিষয়ে হল প্রশাসন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করে নি যা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।