31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

রোজায় চলমান রয়েছে ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়রোজায় চলমান রয়েছে ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের কার্যক্রম
(ইসরাত জাহান প্রিয়ানা) ঢাকা বিশ্ববিদ্যালয় এর হোম ইকেনোমিক্স ইউনিটের ৫টি কলেজের (গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স,বাংলাদেশ কলেজ অব হোম ইকেনোমিক্স,ন্যাশনাল কলেজ অব হোম ইকেনোমিক্স,আকিজ কলেজ অব হোম ইকেনোমিক্স,ময়মনসিংহ কলেজ অব হোম ইকেনোমিক্স) ১ম,২য়,৩য় বর্ষের ২০২০ সালের করোনার ধাক্কায় আটকে যাওয়া সকল ডিপার্টমেন্ট এর (খাদ্য ও পুষ্টি বিভাগ,বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগ,সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ বিভাগ,শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগ এবং শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগ) ইয়ার ফাইনাল পরীক্ষা ২০২২ সালের ফেব্রুয়ারির ১ম সপ্তাহে শুরু হয় এবং মার্চের ১ম সপ্তাহে শেষ হয়। অর্থাৎ ১মাস রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের
তবে সকল বর্ষের ব্যবহারিক পরীক্ষা এখনো শেষ হয়নি বিধায় রোজার মধ্যেই ব্যবহারিক পরীক্ষাগুলো নেয়া হচ্ছে। ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের
ইতোমধ্যে নতুন ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস মার্চ মাসে শুরু হয়েছে  ও তাদের ৮ মার্চ,২০২২ তারিখ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছিল এবং রোজার মধ্যেও ক্লাস চলমান আছে।আপাতত নির্দেশনা অনুযায়ী চলমান রুটিনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী ১ম বর্ষের ক্লাস চলবে। ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের
যেহেতু পুরাতন সকল বিভাগের ব্যবহারিক পরীক্ষা এখনো শেষ হয়নি পুরোপুরি তাই রোজায় অর্থাৎ ঈদের আগে আপাতত নতুন ২য়,৩য় ও ৪র্থ বর্ষের ক্লাস শুরুর সম্ভাবনা নেই। ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের
তবে সরকারি নির্দেশনা  ও বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে এখন নতুন ২য়,৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।এছাড়াও দীর্যদিন করেনায় পিছিয়ে পড়ায় তারা যে সেশন জটের সম্মুখীন হয়েছে তা কাটিয়ে ওঠতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্তে উপনীত হতে চলেছে তারই অপেক্ষায় রয়েছেন সকল বর্ষের শিক্ষার্থীরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles