23.1 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

শিক্ষার্থীদের ব্যাপারে উদাসীন ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ব্যাপারে উদাসীন ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটে

পবিত্র ঈদ উল ফিতর ও রমজানের ছুটি কাটিয়ে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কার্যক্রম শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এর হোম ইকোনোমিক্স ইউনিটের কলেজসমূহে সম্মান ২য়,৩য়,৪র্থ বর্ষের শিক্ষার্থীদের এখনো নতুন বর্ষের ক্লাস শুরু হয়নি,এমনকি তাদের নূন্যতম নোটিশ পর্যন্ত নিজ নিজ ডিপার্টমেন্ট হতে জানানো হয়নি।

যদিও মাস্টার্স ও ১ম বর্ষের ক্লাস চলছে এবং ফাইনাল ইয়ারের ব্যবহারিক কার্যক্রম চলমান তাহলে প্রশ্ন হলো কেন ২য়,৩য়,৪র্থ বর্ষের ক্লাস এখনও শুরু করা হয় নি?
কেন তাদের নিয়ে এত অবহেলা?

আরো পড়ুন:  ঢাবিতে ঈদের ছুটি ৯ দিন

দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান করোনার ধাক্কায় আটকে পড়া শিক্ষাব্যবস্থার চাকা সচল করতে গ্রহণ করেছে স্ব স্ব উদ্যোগ।পাশাপাশি সেশন জট কাটাতে পরবর্তী বর্ষের শ্রেণিকার্যক্রম ও ক্লাস – পরীক্ষা অতি দ্রুত নেয়ার পরিকল্পনা করা হয়েছে এবং কোনো কোনো প্রতিষ্ঠানের অগ্রগতি চোখে পড়ার মতো।

এছাড়াও ঢাবির প্রযুক্তি ইউনিট ৭ তারিখ হতে ক্লাস শুরু করেছে,পাশাপাশি তারা সেমিস্টার এর দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে।

আরো পড়ুন:  ঢাবির 'ক' ইউনিটের সাক্ষাৎকার শুরু ৫ আগস্ট, শেষ ৭ আগস্ট

এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই দিকে তাদের নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সেশন জট কাটাতে অতি দ্রুত একাডেমিক সিলেবাস শেষ করছে।।

তাহলে প্রশ্নের মুখে কেন থাকবে হোম ইকোমোমিক্স কলেজসমূহের শিক্ষার্থীরা!!

প্রশ্ন উঠছে এখন শিক্ষার্থীদের মাঝে,পাশাপাশি অভিভাবকদের মাঝেও।জানা গেছে ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্সে ১৬ মে হতে ২য়,৩য়,৪র্থ বর্ষের ক্লাস। এছাড়া গভ. কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের( পূর্ববর্তী নাম কলেজ অব হোম ইকোনোমিক্স) খাদ্য ও পুষ্টিবিঙ্গান বিভাগের ডিপার্টমেন্ট হেডকে কল করে জানা গেছে আসন্ন ২১ মে হতে ২য়,৩য়,৪র্থ বর্ষের ক্লাস শুরু হতে পারে, তবে কোনো অফিশিয়াল নোটিশ জানানো হয় নি শিক্ষার্থীদের।

আরো পড়ুন:  ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ববি কেন্দ্রে অংশ নেবেন ৪৩০ জন শিক্ষার্থী

আদৌ কলেজ কর্তৃপক্ষ বা প্রশাসন কি চলমান সেশন জট কাটাতে কোনো উদ্যোগ গ্রহণ করবে- এই নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

ইসরাত জাহান প্রিয়ানা /ইসিপি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles