29 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বহিষ্কারের পর এবার গ্রেফতার শিক্ষিকাকে লাঞ্ছনাকারী সেই আশিক 

রাজশাহী বিশ্ববিদ্যালয়বহিষ্কারের পর এবার গ্রেফতার শিক্ষিকাকে লাঞ্ছনাকারী সেই আশিক 

শ্রেণিকক্ষে শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে তাকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:  সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সকল বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে রাবি শিক্ষার্থীরা সেরার তালিকায় 

একই বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

তিনি বলেন, আইন বিভাগের এক শিক্ষকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:  রাবিতে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

এর আগে বুধবার দুপুরে বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকা মামলা দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘আশিক উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘আশিকনামা’ নামের একটি পেজ থেকে কুৎসা, মানহানি ও অশ্লীল বক্তব্য প্রকাশ করে এবং ক্লাসরুমে ওই শিক্ষার্থীর দ্বারা আমি লাঞ্ছিত হই।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles