বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী পীর হাবিবুর রহমান আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করছেন মাননীয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
এক শোক বার্তায় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।
উপাচার্য মনে করেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশ আরো একজন শ্রেষ্ট সন্তানকে হারালো। তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। সাংবাদিক পীর হাবিবুর তার লেখনিতে সব সময় নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। এমন একজন মানুষের লেখনি থেকে জাতি বঞ্চিত হবে।