24.9 C
Bangladesh
রবিবার, অক্টোবর ৬, ২০২৪

রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীকে পেটানোর অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীকে পেটানোর অভিযোগ

রুহুল আমিন নামে ছাত্রলীগের এক কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে মারধরের শিকার হন ওই কর্মী।

ভুক্তভোগী রুহুল আমিন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী।

অভিযোগ করে রুহুল আমিন বলেন, তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি তার কাছ থেকে নিয়ে বন্ধক রেখে নেশা করে শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও তার অনুসারীরা।

আরো পড়ুন:  রাবি ভর্তি পরীক্ষা: ''নির্ঘুম রাত পার করে অনেক কষ্টে চট্টগ্রাম থেকে এখানে পরীক্ষা দিতে এসেছি''

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল ফিরত চাইতে এসে সভাপতির রুমের বাইরে থেকে আটকে দেয় সে।

পরে অন্য এক শিক্ষার্থীর মাধ্যমে রুমের দরজা খুলে রুহুলকে টিভি রুমে খুঁজে পায় সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় তিনি ওই ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেন।

আরো পড়ুন:  রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদনের চূড়ান্ত ফল প্রকাশ

এ বিষয়ে জানতে চাইলে শাখার সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ওই ছেলের গতিবিধি সন্দেহজনক ছিল।

আমার রুমের বাইর থেকে দরজা বন্ধ করে আমার বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। খবর পেয়ে তাকে হলের টিভির রুমে গিয়ে ধরতে সক্ষম হই। পরবর্তী তাকে আমরা হল ছাড়া করি। ‘

আরো পড়ুন:  রাজশাহীতে ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা ২০২২’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আসাবুল হক বলেন, ‘কোনো ছাত্রের গায়ে হাত তোলার অধিকার কারও নেই।

ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে যদি অভিযোগ পাই তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles