28 C
Bangladesh
মঙ্গলবার, মে ২১, ২০২৪

রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদনের চূড়ান্ত ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদনের চূড়ান্ত ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনের মধ্য থেকে যেসকল শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য মনোনিত হয়েছে সেসকল শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে প্রশাসন৷

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আজ বুধবার (১৫ জুন) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল জানতে পারবেন।

আরো পড়ুন:  রাবির ক্লাস বন্ধ ১৫ দিন, কিন্তু আবাসিক ১৭টি হল খোলা থাকছে ঈদের বন্ধেও

 

শিক্ষার্থীরা নিজ আইডি নম্বর দিয়ে রাবির ভর্তির ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:  বহিষ্কারের পর এবার গ্রেফতার শিক্ষিকাকে লাঞ্ছনাকারী সেই আশিক 

 

গত ৯ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৯৮ হাজার প্রাথমিক আবেদন পড়েছে।

 

জিপিএ’র ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদন আজ ১৫ জুন থেকে শুরু হবে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এ বছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এছাড়া রাবির ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ মোট তিন ইউনিটের প্রতিটিতে ৭২ হাজার করে ভর্তিচ্ছু পরীক্ষা অংশ নিতে পারবেন। 

আরো পড়ুন:  রাবিতে "হ্যান্ডস অন ওয়ার্কশপ অন আই ও টি: ফ্রম আরডুইনো টু জে আর সি বোর্ড" শিরোনামে ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles