রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনের মধ্য থেকে যেসকল শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য মনোনিত হয়েছে সেসকল শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে প্রশাসন৷
- Advertisement -
- Advertisement -
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আজ বুধবার (১৫ জুন) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল জানতে পারবেন।
- Advertisement -
- Advertisement -
শিক্ষার্থীরা নিজ আইডি নম্বর দিয়ে রাবির ভর্তির ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
- Advertisement -
- Advertisement -
গত ৯ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৯৮ হাজার প্রাথমিক আবেদন পড়েছে।
জিপিএ’র ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদন আজ ১৫ জুন থেকে শুরু হবে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এ বছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এছাড়া রাবির ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ মোট তিন ইউনিটের প্রতিটিতে ৭২ হাজার করে ভর্তিচ্ছু পরীক্ষা অংশ নিতে পারবেন।