আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা।
আর অন্যদিকে, ডেন্টাল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ।
তবে, করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে ডেট পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন।
উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে করোনা ভাইরাসের ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রামক ব্যাপকহারে ছড়িয়ে পড়ার কারনে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয় ২১ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তীতে আবার দুই সপ্তাহ ছুটি বাড়িয়ে দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ’র উপাচার্য বলেন, করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে তাহলে নির্দিষ্ট সময়েই মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা হবে।