আজ রবিবার ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা করেছে— অনলি ওয়ান আর্থঃ লিভিং সাসটেইনেবিলি ইন হারমনি উইথ নেচার’। যার অর্থ -‘একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’।
বিশ্ব পরিবেশ দিবস পালনের ধারাবাহিকতায় এবারেওবরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ৭১’র চেতনার কর্মীরা ক্যাম্পাসের শেরে-বাংলা হলের রাস্তার পাশে প্রতীকী বৃক্ষ রোপণ করেন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমান তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর হক শুভ, এছাড়াও নবীন শিক্ষার্থীদের মধ্যে রাকিবুল ইসলাম, রাসেল ইসলাম, শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠন কর্মীদের প্রত্যাশা বৈশ্বিক সমস্যার সমাধানে আমরা সবাই সচেতন হলেই আমাদের পরিবেশ রক্ষা করা যাবে। এছাড়াও ৭১’র চেতনা সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা মূলক কার্যক্রম করে থাকেন।