28 C
Bangladesh
বুধবার, জুলাই ২৪, ২০২৪

ববির শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২২

পাবলিক বিশ্ববিদ্যালয়ববির শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২২

গত ১ লা এপ্রিল বিশ্ববিদ্যালয় এর মূল ফটক থেকে সাগর কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়৷দুইদিন ব্যাপীএই বনভোজনে অংশ নেয় প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষিকা৷

 

জানা যায়,শিক্ষক সমিতির সদস্যরা হোটেল সি ক্রাউনে অবস্থান করে এবং সাগর কন্যা কুয়াকাটার অপরূপ সৌন্দর্য উপভোগ করেন৷শিক্ষক সমিতির উপহার হিসেবে প্রত্যেক শিক্ষক ও তাদের পরিবারকে দেয়া হয়েছে: টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, টি ব্যাগ, ব্লেন্ডার্স টি, প্রিমিয়াম টি,ফ্যামিলি বিস্কুট কম্বো প্যাক৷ বনভোজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বারবিকিউ পার্টি। এছাড়াও অন্যান্য মিলে অন্তর্ভুক্ত ছিল সব রিচ ফুড। শিক্ষকদের অংশগ্রহণে রাফেল ড্র অনুষ্ঠিত হয়৷সর্বমোট দশটি পুরষ্কারের প্রথম তিনটিতে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট প্রদান করা হয়৷

আরো পড়ুন:  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৫ দিনের ছুটি ঘোষণা

 

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম বলেন,শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অত্যন্ত সফলভাবে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২২ সম্পন্ন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সহকর্মীবৃন্দ তাদের পরিবার নিয়ে খুব উপভোগ্য সময় কাটিয়েছেন।

আরো পড়ুন:  চবি বিএনসিসি নৌ-শাখার নতুন ক্যাডেটদের ভর্তি পরীক্ষা-২০২২ সম্পন্ন

 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো.আবদুল বাতেন চৌধুরী বলেন,কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুব চমৎকারভাবে সফল একটা বনভোজন সম্পন্ন করতে পেরেছি৷আগামীতেও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের পাশে থেকে এরকম কর্মকান্ড চালিয়ে যাবে বলে আশা রাখি৷

আরো পড়ুন:  বরিশাল বিশ্ববিদ্যালয় "খ ইউনিট" ভর্তি পরীক্ষায় ৭১'র চেতনা, ববি শাখার নানাবিধ কার্যক্রম

 

উল্লেখ্য,বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের সাম্য,অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles