24.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ৩, ২০২৪

বশেমুরবিপ্রবির প্রথম নারী উপ-রেজিস্ট্রার হলেন ফারজানা ইসলাম

পাবলিক বিশ্ববিদ্যালয়বশেমুরবিপ্রবির প্রথম নারী উপ-রেজিস্ট্রার হলেন ফারজানা ইসলাম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপ – রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন ফারজানা ইসলাম। স্থায়ী শূন্য পদের বিপরীতে তিনি এ নিয়োগপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব এর অনুমোদনক্রোমে মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত নিয়োগ আদেশ মোতাবেক জনাব ফারজানা ইসলাম, পিতা-ফকরুল ইসলাম, মাতা- ফরিদা ইসলাম- কে “উপ-রেজিস্ট্রার”-এর স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন:  ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত ফারজানা ইসলাম বলেন,আলহামদুলিল্লাহ। আমার পিতা মাতা সহ যাদের প্রচেষ্টায় আমি আজ এখানে আসতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ- রেজিস্ট্রার। এজন্য আমি রিজেন্ট বোর্ডের সকল সদস্য সহ মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানাই।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles